ম্যাচজুড়ে উত্তেজনা ছিল তুঙ্গে—প্রথম থেকে শেষ বাঁশি পর্যন্ত গড়িয়েছে গোলের লড়াই। বল দখল, আক্রমণ, পাসিং—সব দিক থেকেই এগিয়ে ছিল সিটি। তবে জয়ের হাসি হেসেছে আল হিলাল, আর সেই সঙ্গে কেটেছে এশিয়ান ক্লাবগুলোর ইউরোপীয় দলের বিপক্ষে ২০ ম্যাচের জয়খরা।
এই জয়ে ফিফার আনুষ্ঠানিক টুর্নামেন্টে প্রথমবার কোনো এশিয়ান ক্লাব ইউরোপীয় দলের বিপক্ষে জয় পেল।
প্রথমার্ধে ৯ মিনিটেই সিটির পক্ষে গোল করে এগিয়ে দেন আলভারেজ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান লিওনার্দো গোল করে সমতায় ফেরান আল হিলালকে। এরপর ম্যালকমের গোলে ২-১ লিড নেয় সৌদি ক্লাবটি।
হালান্ড ম্যাচে ফেরান সমতা (২-২), আর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোলিবালির দুর্দান্ত হেডে আল হিলাল আবারও এগিয়ে যায় (৩-২)। এরপর ফোডেন গোল করে (৩-৩) সমতা ফেরালেও ১১২ মিনিটে মার্কোস লিওনার্দোর দুর্দান্ত ফিনিশে ম্যাচের ভাগ্য গড়ে দেয় আল হিলাল (৪-৩)।
এতেই ম্যানসিটির বিদায়, আর ইতিহাস গড়ে আল হিলাল পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।
এখন তাদের পরবর্তী ম্যাচ শুক্রবার রাত ১টায়—সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্লুমিনেন্সের।