২০২৩ সালে ইংল্যান্ড সিরিজ চলাকালীন প্রথম টেস্ট ম্যাচের পর এক সাক্ষাৎকারে জামালের মাথায় ছিল ‘৮০৪’ লেখা ফ্লপি হ্যাট। উল্লেখ্য, এটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রিজন আইডেন্টিফিকেশন নাম্বার। এই বার্তাটিকে ইমরান খানের প্রতি রাজনৈতিক সমর্থন হিসেবেই দেখছে পিসিবি।
এই ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বড় অঙ্কের জরিমানা করেছে বোর্ড।
এছাড়া অস্ট্রেলিয়া সফরে টিম হোটেলে দেরিতে ফেরার কারণে ৫ লাখ রুপি করে জরিমানা পেয়েছেন সালমান আলী আঘা, সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকা সফরের সময় কারফিউ অমান্য করায় আরও তিনজন—উসমান খান, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিমকে ২০০ মার্কিন ডলারের বেশি জরিমানা গুনতে হচ্ছে না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে তীব্র সমালোচনা চলছে। এর মাঝে শৃঙ্খলাজনিত এসব ঘটনার খবর নতুন বিতর্ক তৈরি করেছে।
বর্তমানে পাকিস্তান রয়েছে নিউজিল্যান্ড সফরে, যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ৯ উইকেটে হার দেখে দলটি।