মঙ্গলবার টিম হোটেলে ফটোসেশন ও অনুশীলনের পর বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন এবং আরিফ। এর আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন ফাহমিদুল ইসলাম, সুশান্ত ত্রিপুরা (চোট), ও পাপন সিং (চোট)। নতুন করে দলে জায়গা পেয়েছেন হামজা চৌধুরী ও আল-আমিন।
বিমানবন্দরে দলের ম্যানেজার আমের খান বলেন, “হামজার উপস্থিতি পুরো দলের মধ্যে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। এবার আমরা একটু বাড়তি আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি।”
ডিফেন্ডার তপু বর্মণও জানিয়েছেন, “হামজা খুব সহজেই আমাদের সঙ্গে মানিয়ে নিয়েছে। ওর ফিটনেসও ভালো। আশা করি, মাঠেও সেটার প্রতিফলন দেখা যাবে।”
আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার পাঁচ দিন আগেই সেখানে পৌঁছে গেল লাল-সবুজ শিবির।
ভারতের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড:
🔹 গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
🔹 ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
🔹 মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী
🔹 ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল-আমিন, রাকিব হোসেন