তবে ম্যাচের চেয়ে আগে আলোচনায় এসেছে বাংলাদেশ দলের সঙ্গে স্বাগতিক ভারতের অসহযোগিতার অভিযোগ। শুরু থেকেই হোটেল, মাঠ, অনুশীলন—সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে।
মাঠ নিয়ে কোচের অসন্তোষ:
বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনুশীলনের জন্য মূল ম্যাচ ভেন্যু নেহরু স্টেডিয়াম চাইলেও তাকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন ছাড়া স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ নেই বলে জানায় আয়োজকরা। বিকল্প হিসেবে বাংলাদেশ দলকে পাঠানো হয় নর্থ ইস্টার্ন হিলস বিশ্ববিদ্যালয়ের মাঠে—যেটি ছিল এবড়ো-থেবড়ো ও অনুপযুক্ত।
ফুটবলারদের ক্ষোভ:
ডিফেন্ডার সাদ উদ্দিন বলেন, “আমাদের জন্য এটি খুব সমস্যার। ঘাসের ভালো মাঠে অনুশীলন করতে পারলে প্রস্তুতি আরও ভালো হতো। এভাবে সময়ের পরে অনুশীলন শুরু করলে খেলোয়াড়দের সমস্যা হয়।”
বাংলাদেশ দল আশা করছে, অন্তত ম্যাচের আগের দিন যেন তাদের পূর্ণ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।