জার্মান ক্লাব উলফসবার্গকে নিজেদের মাঠে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। অন্যদিকে, ইংলিশ লড়াইয়ে চেলসিকে ২-০ গোলে হারিয়ে দারুণ অবস্থানে গেছে ম্যানসিটি।
ভক্সওয়াগেন এরেনায় স্বাগতিক উলফসবার্গের বিপক্ষে ম্যাচের 8 মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। জার্মান ডিফেন্ডার ক্যাটালিন ডাইকাস্ট্রা নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে বার্সেলোনার গোলের বন্যা—৫০ মিনিটে ইরেনে প্যারেদেস, ৫৩ মিনিটে সালমা প্যারালুয়েলো এবং ৮৮ মিনিটে সিডনি স্কারটেনলেইব গোল করে বার্সার জয় নিশ্চিত করেন। উলফসবার্গের হয়ে ৭৯ মিনিটে জেনিনা মিঙ্গে একটি সান্ত্বনার গোল করেন।
অন্যদিকে, জো স্টেডিয়ামে চেলসির বিপক্ষে শুরুতে সমানতালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে বাজিমাত করে ম্যানসিটি। দলটির হয়ে বিবিয়ান মেইডেমা জোড়া গোল করেন—প্রথমটি ৬০ মিনিটে এবং দ্বিতীয়টি ৮৮ মিনিটে।
প্রথম লেগের জয় বার্সেলোনা ও ম্যানসিটিকে সেমিফাইনালের পথে এগিয়ে দিলো অনেকটা। দ্বিতীয় লেগেও এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে নিশ্চিত সেমিফাইনাল তাদের জন্য।