সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর এক প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে বায়ার্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুলার আরও এক মৌসুম খেলার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ক্লাব সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টে এ বিষয়ে মুখ খোলেন এই বিশ্বকাপজয়ী তারকা। তিনি লেখেন, “যত কম মিনিটই খেলি না কেন, আমি এখনও দলের সাথে থাকতে পছন্দ করি, লড়াই করি শিরোপার জন্য। আমি সহজেই ভেবেছিলাম আগামী মৌসুমেও এই ভূমিকা পালন করতে পারি। কিন্তু ক্লাব সিদ্ধান্ত নিয়েছে নতুন চুক্তিতে না যাওয়ার।”
তাঁর মতে, এটা ক্লাবের সিদ্ধান্ত, যা তিনি সম্মানের সঙ্গে মেনে নিচ্ছেন, যদিও এটি তাঁর ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে মেলে না।
এদিকে বায়ার্ন কর্তৃপক্ষ বলেছে, মুলারের বিদায়ের সিদ্ধান্ত যৌথ সম্মতিতেই হয়েছে এবং জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে মুলার বায়ার্নের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন। বায়ার্ন আরও জানিয়েছে, ভবিষ্যতে মুলারকে ভিন্ন ভূমিকায় ক্লাবে ফিরিয়ে আনার ইচ্ছা রয়েছে তাদের।
মুলার গত দুই মৌসুম ধরে একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন। তাঁর ভূমিকা এখন মূলত স্কোয়াড সদস্য হিসেবে, আর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও খেলছেন বদলি হিসেবে। তবু তাঁর অভিজ্ঞতা ও প্রভাব দলের জন্য ছিল অমূল্য।
তাঁর বিদায়ের পর বায়ার্ন মিউনিখ শুধু একজন খেলোয়াড়কে নয়, হারাবে তাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কেও।