ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট

পরিবার-নীতিতে ছাড় নয়, কোহলির আপত্তি উড়িয়ে দিল বিসিসিআই

বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের সদস্যরা থাকতে পারবেন না—বিসিসিআইয়ের এই নিয়মে ক্ষোভ ঝাড়লেও বিরাট কোহলির দাবি ধোপে টিকলো না। নিয়ম বহাল রেখেই কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ডেস্ক রিপোট
·৯:৬ পূর্বাহ্ন, ২০ মার্চ, ২০২৫ ·মাত্র মিনিট
পরিবার-নীতিতে ছাড় নয়, কোহলির আপত্তি উড়িয়ে দিল বিসিসিআই

বোর্ডের সেক্রেটারি দেবজিত শাইকিয়া জানিয়ে দিয়েছেন, নিয়ম পরিবর্তনের কোনো সুযোগ নেই। ‘ভারতীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত’, বলেন তিনি।

নতুন নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের কম মেয়াদে বিদেশ সফরে পরিবার নেওয়া যাবে না। আর ৪৫ দিনের বেশি সফরে সর্বোচ্চ ১৪ দিন পরিবার সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা—তাও কোচ, অধিনায়ক ও বোর্ডের অনুমতির ভিত্তিতে।

বোর্ড আরও জানিয়েছে, এই নিয়ম একজনের জন্য নয়—সমানভাবে প্রযোজ্য হবে সব ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য।

এদিকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফেরার পর নিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কোহলি। বলেন, ‘পরিবার পাশে থাকলে খেলোয়াড়রা মানসিকভাবে ভালো থাকেন, স্বাভাবিক থাকেন।’ তবে বোর্ড তার সেই বক্তব্যের প্রভাব ফেলতে দেয়নি।

✨ ট্রেন্ডিং টপিক

View all

🎯 সর্বশেষ খবর

View all