Boost your conversion rate
Et et dolore officia quis nostrud esse aute cillum irure do esse. Eiusmod ad deserunt cupidatat est magna Lorem.
বোর্ডের সেক্রেটারি দেবজিত শাইকিয়া জানিয়ে দিয়েছেন, নিয়ম পরিবর্তনের কোনো সুযোগ নেই। ‘ভারতীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত’, বলেন তিনি।
নতুন নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের কম মেয়াদে বিদেশ সফরে পরিবার নেওয়া যাবে না। আর ৪৫ দিনের বেশি সফরে সর্বোচ্চ ১৪ দিন পরিবার সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা—তাও কোচ, অধিনায়ক ও বোর্ডের অনুমতির ভিত্তিতে।
বোর্ড আরও জানিয়েছে, এই নিয়ম একজনের জন্য নয়—সমানভাবে প্রযোজ্য হবে সব ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য।
এদিকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফেরার পর নিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কোহলি। বলেন, ‘পরিবার পাশে থাকলে খেলোয়াড়রা মানসিকভাবে ভালো থাকেন, স্বাভাবিক থাকেন।’ তবে বোর্ড তার সেই বক্তব্যের প্রভাব ফেলতে দেয়নি।