১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা এনে দেন কোহলি ও ফিল সল্ট। ৫১ বলে ৯৫ রানের জুটি গড়ে জয়ের ভিত্তি রাখেন দুজন। ফিল সল্ট মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। তাঁর ৩১ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা।
দ্রুতগতির ইনিংস খেলেন রজত পাতিদারও—১৬ বলে করেন ৩৪ রান। অন্যদিকে বিরাট কোহলি শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ৩৬ বলে অপরাজিত ৫৯ রান করেন কোহলি, যেখানে ছিল ৪ চার ও ৩ ছক্কার মার।
এর আগে প্রথম ইনিংসে আজিঙ্কা রাহানে ও সুনিল নারিনের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৭৪ রান করে কলকাতা। অধিনায়ক রাহানে ৩১ বলে করেন ৫৬ রান (৬ চার, ৪ ছক্কা)। নারিন করেন ২৬ বলে ৪৪ রান। দুজনে গড়েন দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি।
তবে মাঝের ওভারে ধসে পড়ে কলকাতার ব্যাটিং। ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল ব্যর্থ হন। শেষদিকে আঙ্গকৃষ রঘুবানসির ৩০ রানে ভর করেই সম্মানজনক স্কোর গড়ে কেকেআর।
বেঙ্গালুরুর হয়ে বল হাতে সবচেয়ে সফল ক্রুনাল পান্ডিয়া। তিনি ২৯ রানে নেন ৩ উইকেট।
🏏 ম্যাচ সেরা পারফরম্যান্সে:
ফিল সল্ট: ৩১ বলে ৫৬
বিরাট কোহলি: ৩৬ বলে অপরাজিত ৫৯
ক্রুনাল পান্ডিয়া: ৩ উইকেট