গত বছর জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালীন খেলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার স্মরণে এবার আয়োজিত হলো বিশেষ এই দাবা প্রতিযোগিতা। যেখানে নয় রাউন্ড শেষে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। সমান ৭ পয়েন্ট পেলেও টাইব্রেকিং নিয়ম অনুযায়ী দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে আরেক ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, কারণ মুখোমুখি লড়াইয়ে তাহসিনের বিপক্ষে পরাজিত হয়েছিলেন তিনি।
এই বিশেষ জয়ের পর তাহসিন তাজওয়ার আবেগাপ্লুত হয়ে বলেন, “অন্য সব টুর্নামেন্টের চেয়ে এটি আমার কাছে অনেক আলাদা। পুরো কক্ষজুড়ে বাবার ছবি ছিল, যা আমাকে বাড়তি আবেগী করে তুলেছে। বাবার নামে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে আমি অত্যন্ত খুশি।”
এদিকে সামনে বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্ট খেলতে মন্টেনেগ্রো যাচ্ছেন তাহসিন। তার মতে, বাবার নামে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া তাকে মানসিকভাবে আরও উজ্জীবিত করবে। তাহসিন বলেন, “আমি স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্টের আগে এই জয় আমাকে বাড়তি অনুপ্রেরণা দেবে।”