সৌদি আরবে অনুষ্ঠিত এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন ফাহমিদুল। কিন্তু কোচ ক্যাবরেরা সৌদি থেকেই তাকে বাদ দিয়ে দেশে ফেরেন ২৮ জন ফুটবলার নিয়ে। অন্যদিকে, ফাহমিদুল ইতালির উদ্দেশ্যে রওনা দেন।
প্রাথমিক ক্যাম্পে ৩০ জন ডাক পেলেও ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড গঠনের জন্য ৭ জনকে বাদ দেওয়া হবে, সেই তালিকায় সবার আগে বাদ পড়েন ওলবিয়া কালসিও’র এই ফুটবলার। বিষয়টি ঘিরে ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মঙ্গলবার ইফতারের আগেই সমর্থকেরা বিক্ষোভে জড়ো হন বাফুফে ভবনের সামনে। তারা দাবি করেন, দেশের ফুটবল একটি ‘সিন্ডিকেটের’ কবলে পড়েছে। কোচ ক্যাবরেরা, সহকারী কোচ ও প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা করা সাবেক ফুটবলারদের বিরুদ্ধেও স্লোগান উঠে আসে।
মাগরিবের আজানে বিক্ষোভকারীরা সেখানেই ইফতার করেন এবং পরে আবার সড়কে গিয়ে প্রতিবাদ চালিয়ে যান। সমর্থকদের দাবি, সিন্ডিকেট ভেঙে দেশের ফুটবলে স্বচ্ছতা ও ন্যায়বিচার ফিরিয়ে আনা জরুরি।