বেলগ্রেডে ইউয়েফার ৪৯তম কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যেহেতু শান্তি আলোচনা চলছে, আমরা আশা করতে পারি রাশিয়া খুব তাড়াতাড়ি ফিরে আসবে ফুটবলে। কারণ ফুটবল মানে হচ্ছে একতা, বিভাজন নয়।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকেই ফিফা ও ইউয়েফার সব প্রতিযোগিতা থেকে রাশিয়ার জাতীয় দল ও ক্লাবগুলো নিষিদ্ধ রয়েছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার ক্লাবগুলো, যাদের অনেক খেলোয়াড় অন্য দেশে পাড়ি জমিয়েছে।
তবে এখন পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ইনফান্তিনো ও ইউয়েফা সভাপতি আলেকজান্ডার চেফেরিন। চেফেরিন বলেন, “যখন যুদ্ধ থামবে, রাশিয়া আবার ফিরবে।”