অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারায় ৯ উইকেটের বিশাল ব্যবধানে। মাত্র ১৬ ওভারেই ২০৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ২০০-প্লাস রান তাড়া করে জয়ের রেকর্ড।
🏏 নাওয়াজের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড
দারুণ আত্মবিশ্বাসে খেলেছেন তরুণ ওপেনার হাসান নাওয়াজ। মাত্র ৪৪ বলে তিন অঙ্কে পৌঁছে পাকিস্তানের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ইনিংস শেষ করেন ৪৫ বলে ১০৫ রানে, ১০টি চার ও ৭টি ছক্কায় সাজানো এক অনবদ্য ইনিংস। আগের রেকর্ডটি ছিল বাবর আজমের, যিনি করেছিলেন ৪৯ বলে সেঞ্চুরি।
নাওয়াজের সঙ্গে ওপেনিংয়ে ঝড় তোলেন মোহাম্মদ হারিস। মাত্র ২০ বলে করেন ৪১ রান, জুটিতে আসে ৩৫ বলে ৭৪ রান। এরপর অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে গড়ে তোলেন ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি। সালমান নিজেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত—৩১ বলে ৫১ রান করেন ৬ চার ও ২ ছক্কায়।
এর আগে ব্যাটিংয়ে নেমে কিউইদের স্কোরবোর্ড ২০০ ছাড়ায় মূলত মার্ক চ্যাপম্যানের কল্যাণে। তিনে নামা এই ব্যাটার খেলেন ৪৪ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস। তাকে সঙ্গ দেন ব্রেসওয়েল, যিনি করেন ১৮ বলে ৩১ রান। পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হারিস রউফ—তিনটি উইকেট নেন। আব্বাস আফ্রিদি, শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ পান দুটি করে উইকেট।
পাঁচ ম্যাচের সিরিজে আগের দুটি ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে এই জয়ে লড়াইয়ে ফিরেছে তারা। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ রোববার, মাউন্ট মঙ্গানুইতে।