ফুটবল লীগ ফুটবল

ঢাকা থেকে ফিরেই শেফিল্ড ইউনাইটেডকে জেতালেন হামজা

ঢাকা থেকে যুক্তরাজ্যে ফিরে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই মাঠে নেমে শেফিল্ড ইউনাইটেডকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন হামজা চৌধুরী।
ডেস্ক রিপোট
·৪:২ অপরাহ্ন, ২৯ মার্চ, ২০২৫ ·মাত্র মিনিট
ঢাকা থেকে ফিরেই শেফিল্ড ইউনাইটেডকে জেতালেন হামজা

আন্তর্জাতিক ফুটবল ম্যাচ শেষে বিমান ভ্রমণের ক্লান্তি সত্ত্বেও ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রির বিপক্ষে অসাধারণ পারফর্ম করেন তিনি। কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড।

প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ক্লান্তি কাটানোর সুযোগ না পেয়েই মাঠে নামতে হয় হামজাকে। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে ৮৯ মিনিট মাঠে ছিলেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডে দুর্দান্ত পারফর্ম করে প্রতিপক্ষের আক্রমণগুলো দারুণভাবে সামলেছেন। দ্য ইয়র্কশায়ার পোস্টে হামজার পারফরম্যান্সকে ১০ এর মধ্যে ৯ রেটিং দেওয়া হয়েছে, যেখানে অন্য কোনো খেলোয়াড় ৭-এর বেশি রেটিং পাননি।

ম্যাচের ১৯ মিনিটে গুস্তাভো হ্যামারের ফ্রি-কিকে গোল করার পর তার সতীর্থরা অভিনন্দন জানান হামজাকে। এরপর ৩০তম মিনিটে টাইরেস ক্যাম্পবেল ও ৬২তম মিনিটে রিয়ান ব্রেউস্টার গোল করে ব্যবধান বাড়ান। ইনজুরি সময়ে কভেন্ট্রির হয়ে জ্যাক রুডনি একটি গোল শোধ করলেও ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।

এই জয়ে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে শেফিল্ড ইউনাইটেড। দ্বিতীয় স্থানে থাকা লিডস ইউনাইটেডের সংগ্রহ ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ক্লাবের জয়ে অবদান রাখায় হামজা চৌধুরীর প্রশংসায় ভাসছেন শেফিল্ড ইউনাইটেডের সমর্থকরা।

✨ ট্রেন্ডিং টপিক

View all

🎯 সর্বশেষ খবর

View all