টস হেরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী শুরু করে হায়দরাবাদ। ইশান কিশান ৪৭ বলে ১০৬ রানের ঝোড়ো সেঞ্চুরি হাঁকান। ট্রাভিস হেড করেন ৩১ বলে ৬৭ রান। হেনরিখ ক্লাসেন ১৪ বলে ৩৪ ও নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ রান যোগ করেন।
ফলাফল, ৬ উইকেটে ২৮৬ রানের বিশাল সংগ্রহ গড়ে হায়দরাবাদ—আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।
রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে রাজস্থান। ২৪ রানে ২ উইকেট এবং ৫০ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর সঞ্জু স্যামসন (৩৭ বলে ৬৬) ও ধ্রুব জুরেল (৩৫ বলে ৭০)-এর ১০১ রানের জুটি কিছুটা স্বস্তি এনে দেয়।
কিন্তু দুজনই আউট হওয়ার পর ফের ব্যাটিং বিপর্যয়। শেষদিকে শিমরন হেটমায়ার (২৩ বলে ৪২) ও শিবম দুবে (১১ বলে ৩৪*) লড়লেও হার ঠেকাতে পারেননি।
বোলিং পারফরম্যান্স:
হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন হার্শা প্যাটেল ও সিমারজিত সিং।
রাজস্থানের পক্ষে তুষার দেশপান্ডে ৩ উইকেট শিকার করেন।
আইপিএলের ইতিহাসে হায়দরাবাদের আগের ২৮৭ রানের রেকর্ড আজও অক্ষত থাকলো, তবে নিজেরাই আবার ঝুঁকিতে ফেলেছে সেই রেকর্ড!