চলতি মৌসুম শুরুর আগেই অনুশীলনে ধরা পড়ে ধোনির গায়ে ‘One Last Time’ লেখা টি-শার্ট। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে—এই বুঝি শেষ! কিন্তু সম্প্রতি সম্প্রচারমাধ্যম জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ধোনি বলেন,
“আমি যতদিন পারি সিএসকের হয়ে খেলতে চাইব। এটাই আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও থাকি, তাহলে এই টান আমাকে নিয়ে আসবে।”
২০২৩ সালে হাঁটুর চোটে পড়া ধোনি অপারেশন শেষে ২০২4 সালে ফিরে লোয়ার অর্ডারে ব্যাটিং করে নিজের কার্যকারিতা প্রমাণ করেন। ওই আসরে ৮ নম্বরে নেমেও ২২০ স্ট্রাইকরেটে ১৬১ রান করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ধোনির সামনে রয়েছে এক দারুণ রেকর্ডের হাতছানি—আর মাত্র ১৯ রান করলেই তিনি ছাড়িয়ে যাবেন সিএসকের সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়নাকে (৪৬৮৭ রান)।
এছাড়া অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনে রয়েছে ডোয়াইন ব্র্যাভোর উইকেট রেকর্ড ভাঙার সুযোগ। ব্র্যাভো চেন্নাইর হয়ে নিয়েছেন ১৪০ উইকেট, জাদেজা আছেন ৮ উইকেট পেছনে। এই মৌসুমেই হয়তো নতুন রেকর্ড গড়বেন জাদেজাও।