জিমি নিশামের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এরপর টিম সেইফার্টের ব্যাটিং তাণ্ডবে মাত্র ১০ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড!
মাত্র ৩৮ বলে ৯৭ রানের ইনিংস খেলেন সেইফার্ট, যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ওপেনিং জুটিতেই ফিন অ্যালেনের সঙ্গে মাত্র ৩৮ বলে ৯৩ রান তুলে ফেলেন তিনি। অ্যালেন ১২ বলে ২৭ রান করে ফিরে গেলেও সেইফার্ট একাই ম্যাচ শেষ করে দেন।
বল হাতে কিউইদের সবচেয়ে বড় নায়ক ছিলেন জিমি নিশাম। মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই অলরাউন্ডার।
টস জিতে ব্যাটিং নিলেও শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। ওপেনার হাসান নেওয়াজ ও মোহাম্মদ হারিস দ্রুত ফিরে যান। মাঝে অধিনায়ক সালমান আঘা ৩৯ বলে ৫১ রানের ইনিংস খেললেও লড়াইয়ের মতো পুঁজি গড়তে পারেননি।
সিরিজের ফলাফল:
এই জয়ের ফলে ৫ ম্যাচ সিরিজ নিউজিল্যান্ড জিতেছে ৪-১ ব্যবধানে।