চরম উত্তেজনাকর এই লড়াইয়ের কয়েক দিন আগে সাবেক ক্লাবের বিরুদ্ধে আনীত নৈতিক নিপীড়ন ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন রিয়ালের এই ফরাসি ফরোয়ার্ড। তবে এখানেই থেমে নেই পিএসজি ও এমবাপের মধ্যকার আইনি লড়াই।
এমবাপের আইনজীবীরা সোমবার নিশ্চিত করেছেন, ফৌজদারি মামলা থেকে সরে এসেছেন তারা। গত মে মাসে মামলাটি করা হয়েছিল, যেখানে বলা হয় ২০২৩ সালে চুক্তি সংক্রান্ত টানাপোড়েনের সময় পিএসজি ইচ্ছাকৃতভাবে এমবাপেকে একা অনুশীলনে পাঠিয়ে মানসিক নিপীড়ন চালিয়েছে।
তবে ফ্রান্সের শ্রম আদালতে এমবাপে এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার দাবি, চুক্তির শেষ কয়েক মাসে বেতন ও বোনাস মিলিয়ে পিএসজির কাছে তিনি ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৬৪.৪ মিলিয়ন ডলার) পাওনা আছেন। অর্থাৎ ফৌজদারি মামলা প্রত্যাহার করা হলেও বকেয়া অর্থ আদায়ের জন্য দেওয়ানি মামলা বহাল রয়েছে।
২০২৪ সালের শুরুতে নানা অনিশ্চয়তা ও মতবিরোধের জেরে পিএসজি ছেড়েছিলেন এমবাপে। এরপরই তিনি যোগ দেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে, যাদের হয়েই এবার মাঠে নামছেন সাবেক ক্লাবের বিপক্ষে—এক আবেগঘন ও প্রতীক্ষিত লড়াইয়ে।