প্রথমে ব্যাট করে মুম্বাই তোলে মাত্র ৯ উইকেটে ১৫৫ রান। তিলক ভার্মা সর্বোচ্চ করেন ২৫ বলে ৩১ রান। সূর্যকুমার ২৬ বলে ২৯ এবং দীপক চাহার ১৫ বলে করেন দ্রুতগতির ২৮ রান। বাকিরা একেবারেই সুবিধা করতে পারেননি।
আফগান স্পিনার নুর আহমদ মাত্র ১৪ রানে ৪ উইকেট তুলে নেন। পেসার খালিল আহমেদ শিকার করেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রাচিন রাবিন্দ্রা ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ঝকঝকে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় চেন্নাই। রাবিন্দ্রা ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। গায়কোয়াড় করেন ২৬ বলে ৫৩ রান। শেষ ওভারের প্রথম বলে স্যান্টনারকে ছক্কা মেরে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন রাবিন্দ্রা।
একটি রেকর্ড মুম্বাইয়ের নামে:
হারের দিনেও একটি রেকর্ড গড়েছে মুম্বাই। এক ইনিংসে সর্বোচ্চ ১৪ ওভার স্পিন বোলিং করেছে তারা—আইপিএলের ইতিহাসে যা নতুন রেকর্ড।