জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, এই সুযোগ নাহিদের ক্যারিয়ারে বড় এক মাইলফলক হতে পারে। গণমাধ্যমে তিনি বলেন, "আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আমাদের ক্রিকেটারদের খেলতে দেওয়া উচিত। এতে তারা অভিজ্ঞতা অর্জন করবে, দায়িত্ব নিতে শিখবে, আর বড় মঞ্চে চাপ সামলানোর দক্ষতা বাড়বে।"
আগামী ১১ এপ্রিল শুরু হচ্ছে পিএসএলের দশম আসর। গোল্ড ক্যাটাগরি থেকে পেশাওয়ার জালমি দলে নিয়েছে নাহিদ রানাকে। দলটির ক্রিকেট পরিচালক ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম বলেছেন, "নাহিদ বাংলাদেশের অন্যতম স্পিডস্টার। তার গতি ও স্কিল আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তবে একই সময়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে—২০ ও ২৫ এপ্রিল। যদি নাহিদ সেই সিরিজের স্কোয়াডে থাকেন, তাহলে পিএসএলের শুরুতে খেলতে পারবেন না। তখন হয়তো কেবল শেষ তিন ম্যাচে তাকে সুযোগ দেওয়া হতে পারে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানিয়েছেন, "এখন পর্যন্ত কেউ ছাড়পত্র চায়নি। বিষয়টি বোর্ড সিদ্ধান্ত নেবে।"
তবে টানা খেলার ক্লান্তি নিয়েও রয়েছে উদ্বেগ। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে গিয়ে কিছুটা ক্লান্তির প্রভাব দেখা গিয়েছিল তার পারফরম্যান্সে। প্রধান কোচ ফিল সিমন্সও বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন। শান্ত জানান, "নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আমরা সচেতন। সে বোর্ডের পরিকল্পনাতেই খেলবে। আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে, আমরা চাই সে পুরো মৌসুম সুস্থভাবেই শেষ করুক।"
এখন দেখার বিষয়, প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন কিনা বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।