রোববার মাউন্ট মাঙ্গানুইয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের বিশাল স্কোর দাঁড় করায় কিউইরা। জবাবে মাত্র ১৬.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
এদিন টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই মারমুখী ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। অ্যালেন মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করেন, আর সেইফার্ট ২২ বলে ৪৪ রান করেন। মাইকেল ব্রেসওয়েলের ২৬ বলে ৪৬ রানের ক্যামিও ইনিংসে শেষদিকে আবার রানবন্যা নামে। ৬ উইকেটে ২২০ রানে থামে কিউইদের ইনিংস।
পাকিস্তানের বোলারদের মধ্যে কেবল হারিস রউফ কিছুটা লড়াই করেন—৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট। তবে বাকিদের বোলিং ছিল দিশাহীন। ওভারপ্রতি ১০ রানের বেশি খরচ করেন প্রায় সবাই।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। প্রথম ওভারেই হারিস বোল্ড হন উইল ও'রউরকের বলে। এরপর ডাফি দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন হাসান নাওয়াজ ও অধিনায়ক সালমান আগাকে। জাকারি ফোল্কস ইনিংসে নিজের প্রথম বলেই বোল্ড করেন শাদাব খানকে। মাত্র ৫৬ রানে পড়ে যায় ৮ উইকেট।
আবদুল সামাদ কিছুটা লড়াই করার চেষ্টা করেন—৩০ বলে ৪৪ রান। কিন্তু ম্যাচ তখন অনেক আগেই একতরফা হয়ে গেছে। শেষ ওভারে ফেরত এসে ডাফি তুলে নেন নিজের চতুর্থ উইকেট। ২০ রানে ৪ উইকেট নেন তিনি। ফোল্কসও নেন ৩ উইকেট।
নিউজিল্যান্ডের পেসাররাই ম্যাচের মূল পার্থক্য গড়ে দেন। তাদের ধারালো বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান ব্যাটাররা। আর তাই শেষ ম্যাচটি এখন শুধু আনুষ্ঠানিকতার রূপেই থাকল।