প্রথম ম্যাচের তুলনায় পাকিস্তান কিছুটা উন্নতি করলেও ফলাফল বদলায়নি। ক্রাইস্টচার্চে যেখানে তারা অলআউট হয়েছিল ৯১ রানে, এবার তারা ৯ উইকেট হারিয়ে করেছে ১৩৫ রান।
নিউজিল্যান্ড টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ ওপেনার হাসান নওয়াজ, টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট। হারিস করেন ১১ রান, অধিনায়ক সালমান আলি আগা করেন সর্বোচ্চ ৪৬ রান। শাদাব খান ২৬, সামাদ ১১ ও আফ্রিদি অপরাজিত থাকেন ২২ রানে। কিউইদের হয়ে ডাফি, সিয়ার্স, নিশাম ও সোধি নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা ছিল দারুণ। ওপেনার সেইফার্ট (২২ বলে ৪৫) ও ফিন অ্যালেন (১৬ বলে ৩৮) গড়েন ৬৬ রানের জুটি। এরপর চাপম্যান (১), নিশাম (৫) ও মিচেল (১৪) দ্রুত ফিরে গেলেও শেষ দিকে মিচেল হেই (২১*) অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন ২ উইকেট, বাকি উইকেটগুলো ভাগ করে নেন মোহাম্মদ আলি, খুশদিল শাহ ও জাহানদাদ খান।