কোপেনহেগেনে নেশন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের কাছে ০-১ গোলে হেরেছিল পর্তুগাল, আর সেই ম্যাচে রোনালদো ছিলেন একেবারে নিষ্প্রভ।
ফিরতি লেগ তাই হয়ে উঠেছিল রোনালদোর জন্য ‘জবাবের মঞ্চ’। লিসবনে রোববার রাতে ম্যাচ শুরুতেই পেনাল্টি পেলেও গোলরক্ষক স্মেইসেল তা ঠেকিয়ে দেন। কিন্তু পেনাল্টি মিস যেন আরও আগুন জ্বালিয়ে দেয় রোনালদোর ভেতর। পরে নিজে এক গোল করেন, আরও কয়েকটি আক্রমণে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
ফ্রান্সিসকো ত্রিনকাও জোড়া গোল করেন, আর ডেনমার্ককে ৫-২ ব্যবধানে উড়িয়ে দেয় পর্তুগাল। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় রোনালদোর দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে জার্মানি।