ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট

টেস্ট ফাইনালের প্রস্তুতিতে আইপিএল ছাড়বেন রাবাদারা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে আইপিএলের প্লে-অফ শুরু হওয়ার আগেই টুর্নামেন্ট ছাড়ছেন দক্ষিণ আফ্রিকার আট ক্রিকেটার। তাদের প্রত্যেককে ২৫ মে’র মধ্যে ভারতে শেষ ম্যাচ খেলে নিজ দেশে ফিরে যেতে হবে।
ডেস্ক রিপোট
·৬:১০ পূর্বাহ্ন, ১৪ মে, ২০২৫ ·মাত্র মিনিট
টেস্ট ফাইনালের প্রস্তুতিতে আইপিএল ছাড়বেন রাবাদারা

আইপিএলের শুরুর সূচি অনুযায়ী ২৫ মে-তেই টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনায় এক সপ্তাহ পিছিয়ে ৩ জুন নির্ধারিত হয়েছে নতুন ফাইনাল।

তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (CSA) ২৫ মে পর্যন্তই তাদের খেলোয়াড়দের এনওসি দিয়েছে। এনওসির মেয়াদ না বাড়ানোয় ৮ জন ক্রিকেটারকে ফিরিয়ে নিচ্ছে তারা:

- কাগিসো রাবাদা (গুজরাট টাইটানস)

- লুঙ্গি এনগিদি (আরসিবি)

- ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস)

এইডেন মার্করাম (লখনৌ)

- রায়ান রিকেলটন, করবিন বোস (মুম্বাই ইন্ডিয়ানস)

- মার্কো জানসেন (পাঞ্জাব কিংস)

- উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দরাবাদ)

সিএসএ জানায়, ক্রিকেটারদের ২৬ মে’র মধ্যে দেশে ফিরিয়ে এনে ৩০ মে ইংল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে। ৩১ মে তারা পৌঁছাবে, এবং ৩ জুন জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।

টেস্ট ফাইনালের গুরুত্ব বিবেচনায় সিএসএ চায় ক্রিকেটাররা সময়মতো প্রস্তুতি নিতে পারুক। তবে এনওসির মেয়াদ না বাড়ালে রাবাদারা আইপিএলের প্লে-অফে অংশ নিতে পারবেন না।

বিষয়টি নিয়ে এখনো সিএসএ ও বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চলছে। তবে জাতীয় দলের কোচ শুকরি কনরাড ও পরিচালক এনক এনকওয়ে জানিয়েছেন, আপাতত ২৫ মে’র সময়সীমাই বহাল আছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১১-১৫ জুন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

✨ ট্রেন্ডিং টপিক

View all

🎯 সর্বশেষ খবর

View all