চট্টগ্রামে টস জিতে চিটাগং কিংস রংপুরকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতে চাপে পড়লেও খুশদিল শাহের অসাধারণ ২৮ বলে ৫৯ রানের ইনিংস এবং সোহান ও মেহেদীর ছোট ছোট পার্টনারশিপে ১৬৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় রংপুর।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় চিটাগং। পারভেজ ইমনের আক্রমণাত্মক ব্যাটিং সত্ত্বেও, আকিফ জাভেদের দুর্দান্ত বোলিং ও খুশদিল শাহের অলরাউন্ড পারফরম্যান্সে ১৩১ রানের বেশি করতে পারেনি চিটাগং কিংস।
স্কোরকার্ড
রংপুর রাইডার্স: ১৬৪/৮ (খুশদিল শাহ ৫৯, চিটাগং ৪ উইকেট)
চিটাগং কিংস: ১৩১/৮ (শামীম পাটোয়ারি ৩৮, আকিফ জাভেদ ৩/২৬)