পুরুষ দলের পাশাপাশি নারী দলও দেখাচ্ছে সমান দাপট। নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ ক্লাব আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে রিয়াল মাদ্রিদের মেয়েরা।
ম্যাচের ২২তম মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন তরুণ কলম্বিয়ান তারকা লিন্ডা ক্যাইসেদো। আর্সেনালের রক্ষণ ভেদ করে নিখুঁত ফিনিশিংয়ে জালে বল পাঠান তিনি।
৭৪তম মিনিটে লিন্ডার বদলি হিসেবে মাঠে নামা অ্যাথেনিয়া ডেল ক্যাস্তিলো ৮২তম মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে দারুণ পারফরম্যান্সে রিয়ালের নারীরা নিজেদের আধিপত্য জমিয়ে দিয়েছে।
এই জয়ে সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। কাকতালীয়ভাবে, পুরুষ দলের মতো নারী দলও আর্সেনালের মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।
এদিকে একই রাতে আরেক কোয়ার্টার ফাইনালে হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। ফরাসি ক্লাব লিওঁর কাছে তারা হারে ২-০ গোলে। লিওঁর হয়ে গোল করেন তাবিথা চাওইঙ্গা ও মেলচি দুমর্নি।