চেতনের আইপিএল যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। প্রথম মৌসুমেই ১৪ উইকেট শিকার করে নজর কাড়েন, মুস্তাফিজুর রহমানের সঙ্গে গড়ে তোলেন দুর্দান্ত বোলিং জুটি। সেই পারফরম্যান্সের সুবাদেই সুযোগ পান ভারতের জাতীয় দলে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেকেও উইকেট শিকার করেন।
কিন্তু এরপর আসে কঠিন সময়। দিল্লি ক্যাপিটালসের হয়ে খুব একটা সুযোগ পাননি—দুই মৌসুমে মাত্র ৫ ম্যাচ খেলেছেন। এরপর বাঁ হাতের কবজির চোট তাকে দীর্ঘদিন মাঠের বাইরে রাখে। প্রায় ১৩ মাস পরে ফেরেন ঘরোয়া ক্রিকেটে। রঞ্জি ট্রফি ও টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে ফের নজরে আসেন।
সেই পারফরম্যান্সের ভিত্তিতে কেকেআরের বোলিং কোচ তাকে নেট বোলার হিসেবে দলে ভেড়ান মাত্র ২ লাখ রুপিতে। আর এবার কপাল খুলে মূল স্কোয়াডে জায়গা পেয়ে যান ৭৫ লাখ রুপির বিনিময়ে!
এখন দেখার পালা—চেতন এই সুযোগটিকে কতটা কাজে লাগাতে পারেন। অতীতে মোহিত শর্মাও নেট বোলার থেকে মূল দলে জায়গা পেয়ে বাজিমাত করেছিলেন। চেতন কি পারবেন সেই সাফল্যের গল্প লিখতে? সময়ই বলবে!