শেষ পর্যন্ত সাডেন ডেথে ৫-৪ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। তাদের প্রতিপক্ষ হবে কিলিয়ান এমবাপের ফ্রান্স।
স্পেনের হয়ে মিকেল ওইয়ারজাবাল জোড়া গোল করেন, অপর গোলটি করেন লামিনে ইয়ামাল। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন মেমফিস ডিপাই, পেনইয়ান মাতসেন ও জাভি সিমোন্স।
টাইব্রেকারে শুরুতে দুই দলই সফল ছিল। স্পেনের হয়ে গোল করেন মেরিনো, তোরেস, গার্সিয়া। নেদারল্যান্ডসের হয়ে সফল ছিলেন ফন ডাইক, কুপমেইনার্স, সিমিওনে।
চতুর্থ শটে দু'দলেরই ব্যর্থতা—মিস করেন স্পেনের ইয়ামাল ও নেদারল্যান্ডসের ল্যাঙ।
পঞ্চম শটে আবার গোল—স্পেনের বায়েনা ও ডাচদের টেলর।
শেষে পেদ্রি গোল করে স্পেনকে এগিয়ে দেন, আর মালেন শট মিস করায় শেষ হাসি হাসে লা রোজা।