মঙ্গলবার সংবাদ সম্মেলনে ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান বলেন— "তামিম সংকটপূর্ণ সময়ের মধ্যে ছিলেন। তবে আমরা সেই ক্রিটিক্যাল পিরিয়ড পার হয়ে এসেছি। তিনি এখন ভালো আছেন, খাওয়া-দাওয়া করছেন, কথা বলছেন। আশা করছি, আমরা শিগগিরই তাকে ছেড়ে দিতে পারব। তবে কখন ছাড়ব, সেটি পরিবারের সিদ্ধান্ত।"
সোমবার বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের ম্যাচে টসের পরই তামিম হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথায় কাতরাতে থাকেন। প্রথমে কিছুটা সুস্থ হলেও ফের অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সিপিআর দেওয়া হয়। পরে এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়লে স্টেন্ট বসানো হয়।
পরিবার, বন্ধু ও চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্তের কারণে তামিম এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি ইতোমধ্যে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করছেন এবং ধীরগতিতে হাঁটাচলাও করছেন।
তবে চিকিৎসকদের মতে, আগামী তিন মাস তাকে নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও সহসাই মাঠে ফেরা সম্ভব হবে না।