এর আগে টানা তিন ম্যাচে দল স্লো-ওভার রেটে দোষী হলে অধিনায়ককে এক ম্যাচ নিষিদ্ধ করা হতো। এ নিয়মে চলতি আইপিএলের প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া শাস্তির কবলে পড়েন। কিন্তু এই নিয়ম এখন থেকে আর কার্যকর থাকছে না।
তবে আগের মৌসুমে যে শাস্তিগুলো নির্ধারিত ছিল, সেগুলো ভোগ করতেই হবে। হার্দিক পান্ডিয়ার নিষেধাজ্ঞাও তারই অংশ।
এবার থেকে স্লো-ওভার রেটের শাস্তি কেবলমাত্র ম্যাচ ফি-এর জরিমানা ও ম্যাচ চলাকালীন সময় পেনাল্টিতেই সীমাবদ্ধ থাকবে। তবে নতুনভাবে চালু করা হয়েছে ডিমেরিটস পয়েন্ট সিস্টেম, যা ভবিষ্যতে আরও কঠোর নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
🔸 স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে খেলোয়াড় বা দলের স্টাফদের ম্যাচ ফি-এর ২৫% জরিমানা করা হবে।
🔸 একই সঙ্গে সেই খেলোয়াড় বা স্টাফের নামের পাশে যোগ হবে একটি ডিমেরিটস পয়েন্ট।
🔸 এই পয়েন্ট থাকবে ৩৬ মাসের জন্য কার্যকর।
🔸 কোনো খেলোয়াড়ের ডিমেরিটস পয়েন্ট নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলেই হবে ম্যাচ নিষেধাজ্ঞা।
🔸 ফ্র্যাঞ্চাইজি চাইলে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবে, তবে তার জন্য গুনতে হবে ৯০ লাখ রুপি।
🔸 আপিলে সফল হলে টাকা ফেরত দেওয়া হবে।
এই নিয়মে মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের আরও পেশাদার আচরণের দিকে ধাবিত করা, তবে আগের মতো অধিনায়কদের ওপর সরাসরি নিষেধাজ্ঞা চাপিয়ে না দিয়ে শাস্তিকে পর্যায়ক্রমিক ও ন্যায়সংগত করা।