মঙ্গলবার অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলা শেষে ওয়াদিফা সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। শেষ রাউন্ডে তিনি বর্ষীয়ান নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করেন। এশিয়ার বিভিন্ন দেশের ২৩ জন খেলোয়াড়ের এই প্রতিযোগিতায় রানী হন সপ্তম এবং নারী ফিদে মাস্টার নোশিন আনজুম শেষ করেন ১২তম অবস্থানে।
ওয়াদিফা বাংলাদেশের ইতিহাসে চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার। এর আগে এই খেতাব অর্জন করেছিলেন রানী হামিদ, শামীমা সুলতানা এবং শিরিন সুলতানা।
এই চ্যাম্পিয়নশিপে নারী ফিদে মাস্টার হয়ে শিরোপা জিতলে সরাসরি নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব দেওয়া হয়—রেটিং ২২০০ না হলেও চলে, ২০০০ থাকলেই যথেষ্ট। ওয়াদিফার রেটিং বর্তমানে ২০৯৭, যা তার সাফল্যের পথ আরও সহজ করেছে।
অন্যদিকে ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় হয়েছেন চ্যাম্পিয়ন। নবম রাউন্ডে শ্রীলঙ্কার লিয়ানাগে রানীন্দু দিলশানের সঙ্গে ড্র করে সাত পয়েন্ট অর্জন করেন তিনি। তিনি আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।