বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এরই মধ্যে ৫৫ জন নারী ফুটবলারের কাছে ক্ষুদেবার্তা পাঠিয়েছে ক্যাম্পে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে। ঘোষিত তালিকায় রয়েছেন সম্প্রতি আলোচনায় থাকা বিদ্রোহী ১৮ ফুটবলারও—যাদের মধ্যে রয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও রূপনা চাকমা।
সাতক্ষীরা থেকে মাসুরা পারভীন নিশ্চিত করেছেন, “বাফুফে থেকে আমাদের মেসেজ দেওয়া হয়েছে, ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে। আমরা যাচ্ছি।”
বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, “৭ এপ্রিল থেকে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন শুরু হবে।”
কোচ পিটার বাটলারও ৬ এপ্রিল ফিরছেন ছুটি কাটিয়ে। তাঁর অধীনেই মাঠে ফিরবেন সাবিনা-মাসুরারা।
আগামী জুনে রয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ও জুলাইয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব। এই দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হচ্ছে পুনরায় প্রস্তুতি।
ক্যাম্পে যোগ দিলেও ঈদের পরই ভুটানের ঘরোয়া লিগে খেলতে যাবেন মাসুরা পারভীন ও গোলরক্ষক রূপনা চাকমা। তারা খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবের হয়ে।
বিদ্রোহ-আলোচনার মধ্যে দিয়ে যাওয়া জাতীয় দলের এই নতুন শুরু নারী ফুটবলে শান্তি ও ঐক্যের বার্তা দিচ্ছে—এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।