মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ১৪ রানের মধ্যেই হারায় দুই উইকেট। তবে এরপর হরমনপ্রিত ও শিভারের ৮৯ রানের জুটি দলকে এনে দেয় ভরসা। শিভার করেন ২৮ বলে ৩০ রান, আর অধিনায়ক হরমনপ্রিত খেলেন ৪৪ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বাই।
জবাবে দিল্লি ক্যাপিটালসও জয়ের খুব কাছেই পৌঁছে যায়। মারিজানে কাপ ঝড় তোলে ২৬ বলে ৪০ রান, জেমিমা রদ্রিগেজ করেন ৩০ রান, আর নিকি প্রাসাদ করেন ২৫ রান। তবে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে থেমে যায় ১৪১ রানে। ম্যাচের নায়ক হয়ে উঠেন ন্যাট শিভার ব্রান্ট – বল হাতেও নেন ৩টি উইকেট।
এর ফলে ২০২৩ সালের পর আবারও নারী আইপিএল চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স।