২০২৫ সালের এশিয়া কাপেও সেই চেনা চিত্র— একই গ্রুপে ভারত ও পাকিস্তান। এটা কি কাকতালীয়? একদম না!
দর্শক টানার জন্যই বারবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই গ্রুপে রাখা হচ্ছে। টুর্নামেন্টের আকর্ষণ বাড়ছে ঠিকই, কিন্তু প্রতিযোগিতার স্বচ্ছতা হারাচ্ছে।
গত তিন আসরেই বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তানকে ফেলে কঠিন লড়াইয়ে ঠেলে দিয়ে সহজ গ্রুপ পাচ্ছে ভারত-পাকিস্তান। এবারও তার ব্যতিক্রম নয়।
একটু খেয়াল করলেই বোঝা যায়— পুরো টুর্নামেন্ট যেন ধীরে ধীরে এক ‘ছদ্মবেশী দ্বিপাক্ষিক সিরিজ’-এ পরিণত হচ্ছে। যেখানে গ্রুপে একবার, সুপার ফোরে আবার এবং সম্ভাব্য ফাইনালে তৃতীয়বার মুখোমুখি!
কিন্তু প্রশ্ন একটাই— এই পরিকল্পিত হাইভোল্টেজ ম্যাচগুলো আসলেই কি টুর্নামেন্টের জন্য ভালো, নাকি শুধুই টাকার খেলা?