২০২৬ সালের ১২ জুন শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে, ৫ জুলাই। বৃহস্পতিবার আইসিসি ঘোষণা করেছে সাতটি ভেন্যুর তালিকা, যার মধ্যে লর্ডস ছাড়াও আছে ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।
১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তারা টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয় করল। শুধু ট্রফি নয়, এবার বড় অংকের প্রাইজমানি পেয়েছে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই ক্রিকেটভক্তদের মধ্যে টাকার অংক জানার আগ্রহ ছিল প্রবল।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে জোর গুঞ্জন উঠেছিল— হয়তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন রোহিত শর্মা। বয়স ৩৭ হওয়ায় এবং আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর পর এমন ভাবনা তৈরি হয়েছিল অনেকের। কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের ট্রফি জয়ের পর সেই সব গুজব উড়িয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল—দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোমাঞ্চ ছড়িয়ে শেষ হলো আরেকটি আইসিসি ইভেন্ট। ৯ মার্চ, ফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত, এটি তাদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা।
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে ছিল নানা বিতর্ক—বিশেষ করে হাইব্রিড মডেল ও ভারতের উইকেট সুবিধা নিয়ে। সেই সমালোচনার মাঝেই শেষ হলো প্রথম ইনিংস।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড একাদশে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—ম্যাট হেনরি খেলবেন কি না? শেষ পর্যন্ত ইনজুরির কারণে ছিটকে গেছেন হেনরি। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার নাথান স্মিথ। এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলে ৭টি উইকেট নিয়েছেন এই পেসার। তবে হেনরির অনুপস্থিতিতে স্মিথ কীভাবে পারফর্ম করেন, সেটিই দেখার বিষয়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ৯মবারের মতো আয়োজিত হচ্ছে। এই প্রতিযোগিতায় ৫বার ফাইনালে উঠেছে ভারত, কিন্তু শিরোপা জিতেছে মাত্র একবার। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল দুই দল।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের জন্য এমন একটি পিচ ব্যবহার করা হবে, যা অর্ধেক সতেজ। আসরে ভারতের খেলা আগের চারটি ম্যাচ হয়েছে ভিন্ন ভিন্ন উইকেটে।
প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনালে ভিন্ন কৌশলে মাঠে নামার পরিকল্পনা করছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। গ্রুপ পর্বে একই ভেন্যুতে ভারতের কাছে হারলেও এবার নতুন পরিকল্পনা নিয়ে ফাইনালে নামতে চান তিনি।
লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৩৬২ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩১২ রানে থামে। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া শতকের কল্যাণে নিউজিল্যান্ডের এই জয়ে মুখ্য ভূমিকা রাখে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কোথায় হবে, সেটি নিশ্চিত হলেও এখনও নির্ধারিত হয়নি ভারতের প্রতিপক্ষ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ (৩ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষে এক দল ফিরে যাবে দেশে, আর অন্য দল উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশ্যে, যেখানে ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ভারতের বোলিং আক্রমণের সামনে ৫০ ওভারে ২৬৪ রান করতে পেরেছিল তারা। জবাবে ভিরাট কোহলির ৮৪ রানের নৈপুণ্যে ৪ উইকেটে জয় পেয়ে ফাইনালে উঠেছে ভারত।
স্টিভেন স্মিথ এবং অ্যালেক্স ক্যারের জোড়া ফিফটি সত্ত্বেও অস্ট্রেলিয়া পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ভারতের বোলিং আক্রমণের কাছে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে হলে রোহিত শর্মার দলকে ২৬৫ রানের লক্ষ্য ছুঁতে হবে।
দুবাইয়ের মাটিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। অনেকেই বলছেন, আইসিসির পক্ষ থেকে ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে, আর দুবাই হয়ে উঠেছে তাদের 'হোম ভেন্যু'। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এই অভিযোগ মানতে নারাজ। তার মতে, দুবাইয়ের প্রতিটি ম্যাচেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দলটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ভাবনায় এবার চার স্পিনার খেলানোর পরিকল্পনা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল মানেই হাইভোল্টেজ লড়াই। এই ম্যাচগুলো পরিচালনা করবেন সাত দেশের আটজন আম্পায়ার, যাদের তালিকা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল টিম ইন্ডিয়া।
শনিবার করাচির জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। ইংল্যান্ডের ১৭৯ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা মাত্র ২৫.৫ ওভারে ১৮১ রান করে ছুঁয়ে ফেলে। এই জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা 'বি' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পা রাখল। অন্যদিকে, তিন ম্যাচে কোনো জয় না পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল ইংল্যান্ড।
বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার আরও একটি ম্যাচ পরিত্যক্ত হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আজ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে এই ফলাফলেও সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা নিয়েছে স্টিভ স্মিথের দল।
সিদিকুল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত ফিফটির সুবাদে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৩ রানের লড়াইয়ের লক্ষ্য দাঁড় করিয়েছে। ইনিংসের শেষ বলে নুর আহমেদের উইকেট পতনের মধ্য দিয়ে অলআউট হয় আফগানরা। এখন সেমিফাইনালে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের টার্গেট ছুঁতে হবে।