আরেকটি ট্রফির স্বপ্ন ভেঙে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি আরবের কিংস কাপে শেষ ষোলোয় আল ইত্তিহাদের কাছে ২–১ গোলে হেরে বিদায় নিয়েছে রোনালদোর আল নাসর। সাবেক সতীর্থ করিম বেনজেমার গোলে এগিয়ে থেকে জয়ের পথে দলকে নেতৃত্ব দেন তিনি।
স্প্যানিশ ফুটবলের অন্যতম আলোচিত দুর্নীতির মামলা ‘নেগ্রেইরা কেস’-এ আবারও আদালতের তলব পেল বার্সেলোনা। রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করার অভিযোগে অভিযুক্ত এই কাতালান ক্লাবের বিরুদ্ধে তদন্ত চলছে দীর্ঘদিন ধরে। এবার আদালত নির্দেশ দিয়েছে, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে সাবেক রেফারি কর্মকর্তা জোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা ও তার কোম্পানিগুলিকে প্রদত্ত মোট ৮ মিলিয়ন ইউরোর চুক্তি ও সংশ্লিষ্ট সব নথি উপস্থাপন করতে হবে বার্সেলোনাকে।
মার্কিন মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচ শুরুর আগেই চেজ স্টেডিয়ামে এমএলএস কমিশনার ডন গারবারের হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন আর্জেন্টাইন তারকা।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আগুনে পারফরম্যান্স দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে চলতি আসরে লিগ পর্বে টানা তৃতীয় ইউরোপীয় জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্টরা।
চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন জুড বেলিংহাম। তবে ফিরেই দেখালেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার বলা হয়। তার একমাত্র গোলে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখল রিয়াল মাদ্রিদ।
ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও নিজেদের রাজত্ব দেখাল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। মঙ্গলবার রাতে জার্মানির মাটিতে বায়ার লেভারকুসেনকে উড়িয়ে দিল তারা ৭-২ গোলের বিশাল ব্যবধানে। যেন এক রঙিন ফুটবল উৎসব হয়ে উঠেছিল ম্যাচটি—যেখানে গোলের পর গোল করে উল্লাসে মাতল পুরো প্যারিসিয়ান শিবির।
অলিম্পিয়াকোসের বিপক্ষে দাপুটে এক রাতে ইউরোপে গর্জে উঠল বার্সেলোনা। ফারমিন লোপেজের দুর্দান্ত হ্যাটট্রিক, মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোল আর ইয়ামালের নিখুঁত ফিনিশে ছয় গোলের উৎসব করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে ৬-১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে গ্রিক জায়ান্ট অলিম্পিয়াকোসকে।
ফুটবল ইতিহাসের এক সোনালি অধ্যায়ের নাম ‘এমএসএন’। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার আক্রমণভাগে ত্রাস ছড়ানো এই তিন নাম—লিওনেল মেসি, লুইজ সুয়ারেজ ও নেইমার জুনিয়র। একসঙ্গে খেলেছিলেন তিন মৌসুম, জিতেছিলেন ট্রেবলসহ অসংখ্য শিরোপা, আর উপহার দিয়েছিলেন চোখ ধাঁধানো রোমাঞ্চ। কিন্তু ২০১৭ সালে নেইমারের প্যারিস যাত্রাতেই ভেঙে যায় এই জাদুকরী ত্রয়ী।
লিভারপুলে যোগ দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৬৯ মিলিয়ন পাউন্ডে ইংলিশ জায়ান্টদের দলে নাম লেখান মাত্র ২৩ বছর বয়সী এ তারকা। অলরেডদের জার্সিতে প্রথম ১০ ম্যাচেই ৫ গোল করে নজর কেড়েছেন তিনি। দারুণ ফর্মের সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ফ্রান্সের ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন একিতিকে।
সৌদি আরবের আল ইত্তিহাদে আড়াই বছর কাটানোর পর আবারও ইউরোপিয়ান ফুটবলে ফেরার গুঞ্জন উঠেছে ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমার। পর্তুগিজ জায়ান্ট বেনফিকার সঙ্গে ইতোমধ্যে কথাবার্তা চলছে তার।
ঘরের মাঠে জয় খুঁজছিল বার্সেলোনা, কিন্তু শেষ পর্যন্ত হোঁচট খেল পিএসজির কাছে। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ২-১ গোলে হেরে যায় কাতালান ক্লাবটি।
ভিক্টর ওসিমহেনের ১৬তম মিনিটের পেনাল্টি গোলে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ১-০ ব্যবধানে গালাতাসারায়ের কাছে হেরেছে লিভারপুল। তুর্কি জায়ান্টদের মাঠে এই হারে আর্নে স্লটের অধীনে দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচে হারল ইংলিশ চ্যাম্পিয়নরা।
লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন তিনি শুধু গোলদাতা নন, সতীর্থদের জন্য নিঃস্বার্থ এক দলনেতাও। এমএলএসে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ৪-০ গোলের দুর্দান্ত জয়ে জোড়া গোলের পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা। তবুও হ্যাটট্রিকের সুযোগ পেয়েও নিজে না মেরে পেনাল্টি শট তুলে দেন ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজের হাতে।
শেষ মুহূর্তে ম্যাচ গড়াচ্ছিল টাইব্রেকারের দিকে। ১-১ গোলে সমতায় থাকায় দুই দলই পেনাল্টির প্রস্তুতি নিচ্ছিল। তবে নতুন মৌসুমে লিভারপুলের চেনা ছবি আবারও ধরা দিল। ম্যাচের শেষদিকে জয়সূচক গোল পেল অলরেডরা। গোলের পর জার্সি খুলে উচ্ছ্বাসে ভেসে যান হুগো একিতিকে, আর তাতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
একের পর এক গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে জোড়া গোলের পর এবার বুন্দেসলিগায় করলেন হ্যাটট্রিক। তার নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারিয়েছে হফেনহাইমকে। শনিবার প্রিজিরো এরেনায় পাওয়া এই জয়ে অপরাজিত ধারা ধরে রাখল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে যাওয়ার পথে দারুণ বিব্রতকর পরিস্থিতির শিকার হল ফরাসি ক্লাব মোনাকো। বিমানের এসি হঠাৎ কাজ করা বন্ধ করে দেওয়ায় তীব্র গরমে খালি গায়েই বসে থাকতে হলো খেলোয়াড়দের। শেষ পর্যন্ত বাতিল করতে হয় ফ্লাইটটি।
চ্যাম্পিয়ন্স লিগ মানেই উত্তেজনা, নাটকীয়তা আর বিতর্ক। সান্তিয়াগো বার্নাব্যুর মঞ্চে ঠিক সেটাই হলো। ১৫ বারের ইউরোপসেরাদের বিপক্ষে লড়াই করে যাচ্ছিল ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই। কিন্তু শেষ মুহূর্তে রেফারির এক সিদ্ধান্ত বদলে দিল পুরো ম্যাচের গল্প।
লিভারপুলের জয়ের ধারা যেন নাটকীয়তার রেকর্ড বই লিখছে নতুনভাবে। চলতি মৌসুমে টানা চার ম্যাচে শেষ মুহূর্তের গোল করে জয় তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে আগে কখনো কোনো দল এমন নজির গড়তে পারেনি।
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আশাবাদী হয়ে উঠেছেন জুড বেলিংহ্যামকে আগেভাগেই মাঠে ফেরানোর বিষয়ে। কাঁধের অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
আন্তর্জাতিক ফুটবল বিরতির অবসরে সাইকেল চালাতে গিয়ে বড় ধাক্কা খেলেন লুইস এনরিকে। শুক্রবার সাইক্লিং দুর্ঘটনায় ‘কলারবোন’ ভেঙে গেছে প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) প্রধান কোচের।
