রোববার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে ৮৩ রানের বিশাল ব্যবধানে। ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান তোলে টাইগাররা, জবাবে লঙ্কানরা গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে, ১৫.২ ওভারে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল সফরকারীরা।
রানের ব্যবধানে এটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়, আর টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সবচেয়ে বড়। ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের জয় ছিল রেকর্ড, এবার তার এক রান কম।
এই ম্যাচে বাংলাদেশের বোলারদের ছিল দুর্দান্ত প্রদর্শনী। রিশাদ হোসেন নেন ৩ উইকেট মাত্র ১৮ রানে। শরিফুল ইসলাম পান ২ উইকেট ১২ রানে। সাইফউদ্দিনও ২১ রানে তুলে নেন ২ উইকেট। মোস্তাফিজ ও মিরাজও দাগ কেটেছেন একটি করে উইকেট নিয়ে। এক উইকেট আসে রানআউটে।
লঙ্কান ব্যাটারদের মধ্যে কেবল নিসাঙ্কা (৩২) ও শানাকা (২০) দুই অঙ্কে যেতে পেরেছেন। বাকিদের যেন উইকেট ধরে রাখাই হয়ে উঠেছিল কঠিন। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।
দেশের বাইরে প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দলকে টি-টোয়েন্টিতে একশর নিচে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান—সবই ছিল মিরপুরের গল্প।
এদিনের জয় শুধু সিরিজে ফেরানো নয়, আত্মবিশ্বাসের চাবিকাঠিও—যা তৃতীয় ও শেষ ম্যাচের আগে দারুণ প্রেরণা দেবে টাইগারদের।