মাত্র ১০৩ রানে ৬ উইকেট ফেলে দিয়ে বড় কিছুর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু টিভি আম্পায়ারের দুই বিতর্কিত সিদ্ধান্তে দু’বার বেঁচে যাওয়া ইংলিশ অধিনায়ক হিদার নাইট জয়ের নায়ক হয়ে উঠলেন ৭৯ রানের অপরাজিত ইনিংসে।
নাইটের সঙ্গে চার্লি ডিন গড়েন অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি, যা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
🏟️ ম্যাচ: বাংলাদেশ বনাম ইংল্যান্ড
📍 ভেন্যু: গৌহাটি
📅 তারিখ: মঙ্গলবার
🏆 ফলাফল: ইংল্যান্ড জয়ী ৪ উইকেটে (২৩ বল বাকি)
প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
ইংল্যান্ডের পক্ষে সোফি এক্লেস্টোন ৩ উইকেট নেন, আর লিন্সি স্মিথ, চার্লি ডিন ও ক্যাপ্সি নেন ২টি করে উইকেট।
বাংলাদেশের মেয়েরা যদিও শেষ পর্যন্ত হার মেনেছে, কিন্তু তাদের আগ্রাসী সূচনা ও তরুণ বোলারদের পারফরম্যান্স এই ম্যাচে এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস।
বাংলাদেশ জাতীয় দলের কোচিং সেটআপে বড় বদল— আর সেই পরিবর্তনের মুখেই পদ ছেড়ে দিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্রিকবাজকে তিনি নিশ্চিত করেছেন, আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করবেন, এরপর জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না।
এশিয়া কাপের উত্তেজনার আগুন যেন এখনো নিভে যায়নি। সেই টুর্নামেন্টে মাঠে- বাহিরে নানা বিতর্কের জেরে বড় শাস্তিই পেলেন পাকিস্তান পেসার হারিস রউফ। আইসিসির আচরণবিধি ভাঙার অভিযোগে চার ডেমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি — এর ফলেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেননি, দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না।
কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রাইজিং স্টার এশিয়া কাপ — যা আগে ‘ইমার্জিং এশিয়া কাপ’ নামে পরিচিত ছিল। এই আসরে বাংলাদেশের ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন কিপার ব্যাটার আকবর আলি। দলে আছেন অভিজ্ঞতা সমৃদ্ধ ক্রিকেটাররা — ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি — যারা আন্তর্জাতিক অভিজ্ঞতা মাঠে কাজে লাগাতে পারবেন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস ম্যাচের শুরুতেই বলেছিলেন, দেড়শ রানই জয়ের জন্য যথেষ্ট — কিন্তু সেই বিশ্বাসকে ব্যর্থ করে দিল দলের ব্যর্থ ফিল্ডিং। একের পর এক সহজ ক্যাচ হাতছাড়া করে ম্যাচটাই প্রতিপক্ষের হাতে তুলে দেয় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে নেমে এসেছে শোকের কালো মেঘ। মাত্র ১৭ বছর বয়সেই বলের আঘাতে প্রাণ হারিয়েছেন উদীয়মান প্রতিভা বেন অস্টিন। নেটে অনুশীলনের সময় ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি, যা স্তব্ধ করে দিয়েছে পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিবারকে।
অভিজ্ঞতা নয়, আত্মবিশ্বাসই জিতিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় সারির দল নিয়েও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। করবিন বোশ ও জর্জ লিন্ডের দুর্দান্ত বোলিং, আর রিজা হেন্ড্রিকসের ঝলমলে ব্যাটিং মিলে বিধ্বস্ত হলো বাবর আজমবিহীন পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে গুরুতর চোটে পড়েছিলেন ভারতের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সেই ঘটনায় তাকে সিডনির হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, অস্ত্রোপচারের পর আইয়ার এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং পুরোপুরি সুস্থ হতে আরও ৫ থেকে ৭ দিন সময় লাগবে।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যাবে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। দল পাওয়া ও ধরে রাখার জন্য ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) জমা দেওয়ার শেষ দিনেও তারা আবেদন করেনি। ফলে গত দুই আসরের চ্যাম্পিয়ন দলটি এবার থাকছে না বিপিএলে।