পাকিস্তান টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। জবাবে বাংলাদেশ ২০ বল বাকি থাকতেই ১০৪ রানে অলআউট হয়। ফলে সিরিজে হোয়াইটওয়াশ এড়াল সফরকারীরা।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় শুরু হয় শুরুতেই। প্রথম সাত ব্যাটারদের মধ্যে শুধু মোহাম্মদ নাঈম শেখ (১০) দুই অঙ্কে পৌঁছাতে পেরেছিলেন। অষ্টম উইকেটে সাইফউদ্দিন (৩৫*) ও নাসুম আহমেদের ২৬ বলে ২৪ রানের জুটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ।
পাকিস্তানের বোলিংয়ে সালমান মির্জা ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ দুজনেই পেয়েছেন ২টি করে উইকেট।
এর আগে, ফখর জামানের বদলে খেলতে নেমে সাহিবজাদা ফারহান ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে সাইম আইয়ুবের (২১) ৪৭ বলে ৮২ রানের ওপেনিং জুটি পাকিস্তানকে শক্ত ভিত দেয়। হাসান নাওয়াজ (৩৩) ও মোহাম্মদ নাওয়াজের (২৭) দ্রুতগতির ইনিংস লক্ষ্যকে আরও বাড়িয়ে তোলে।
বাংলাদেশের বোলিংয়ে নাসুম আহমেদ ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন। সাইফউদ্দিন পান ১ উইকেট। তবে তাসকিন আহমেদ ৩ উইকেট শিকার করলেও দেন ৩৮ রান।
এই জয়ে পাকিস্তান সিরিজে ২-১ ব্যবধানে পরাজয় কিছুটা লাঘব করতে পেরেছে।