এই ম্যাচেই স্টার্ক খেলেছেন তার ১০০তম টেস্ট, আর লায়নের আক্ষেপ, প্রিয় সতীর্থের এমন মাইলফলকে সঙ্গ দিতে না পারায় খারাপ লেগেছে তার। মেলবোর্ন রেনেগেডসের একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, যেকোনো কন্ডিশনে আমি অবদান রাখতে পারি। বাদ পড়াটা আমার জন্য খুবই হতাশার। মিচেল স্টার্কের সঙ্গে ৯০টির মতো টেস্ট খেলেছি, তার ১০০তম ম্যাচেও মাঠে নামতে পারলে দারুণ হত।”
তবে দলীয় জয়ের জন্য নিজের ব্যথা ঢেকে রাখছেন লায়ন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট করে দেয় ক্যারিবীয়দের। স্টার্ক পেয়েছেন ৫ উইকেট, আর লায়নের জায়গায় খেলা বোল্যান্ড তুলে নিয়েছেন হ্যাটট্রিক। লায়ন বলেন, “নির্বাচকদের বাহবা দিতেই হয়, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। স্কট বোল্যান্ডের মতো একজনকে সুযোগ দেওয়া উচিতই ছিল।”
দলের জয় দেখে খুশি হলেও, ভিতরে ভিতরে যে কষ্ট কাজ করছে—তা গোপন করেননি অজি স্পিনার।