ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ইতালির কাজ ছিল সহজ—শুধু শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে হার এড়ালেই চলত। শুক্রবার হেগে সেই কাজটি বেশ সফলভাবেই করেছে তারা। যদিও ৯ উইকেটে ম্যাচটি হেরে যায় ইতালি, তবু নির্ধারিত ওভারের আগেই ডাচদের জয় না পাওয়ায় নেট রান রেটের হিসাবে এগিয়ে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করে ইতালি।
ইতালি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান। জবাবে নেদারল্যান্ডস ২২ বল হাতে রেখেই জয় পেলেও, সেটা ১৪.১ ওভারের আগেই না হওয়ায় ইতালির বিশ্বকাপ স্বপ্ন টিকে যায়। কারণ, যদি ডাচরা আরও দ্রুত ম্যাচ জিতত, তবে নেট রান রেটে ইতালিকে টপকে যেত জার্সি। কিন্তু শেষ পর্যন্ত ইতালির নেট রান রেট দাঁড়ায় +০.৬১২, যেখানে জার্সির ছিল +০.৩০৬।
এই জয়-পরাজয়ের হিসাবেই চার ম্যাচে তিন জয় পাওয়া নেদারল্যান্ডস পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় ইতালি। আর হতাশায় ডুবে জার্সি, যারা সমান পয়েন্ট পেয়েও বাদ পড়ে রান রেটের খেলায়।