নতুন ব্যাটিং কোচ নিয়োগের সম্ভাবনা এবং তার ভূমিকা নিয়ে দ্বন্দ্ব হবে কি না— এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন,
“আমাকে অনূর্ধ্ব-১৩ টিমেও পাঠালে সমস্যা নেই, আমার এখানে কোনো ইগো নেই। দলের ভালোর জন্য যেকোনো কিছু মেনে নিতে প্রস্তুত।”
তিনি যোগ করেন,
“যদি কেউ ভালোভাবে পারফর্ম করে, বাহবা পাবেই। না পারলে সমালোচনা হবেই—এটাই স্বাভাবিক। আমার প্রশ্ন একটাই—আমি কি সৎভাবে কাজ করছি?”
তাকে ঘিরে পক্ষপাতের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন,
“২৭–২৮ বছর কোচিং করেও যদি আমাকে পক্ষপাতদুষ্ট বলা হয়, সেটা দুঃখজনক। অভিযোগ থাকলে তা প্রমাণসহ উপস্থাপন করা উচিত। শুধু বলা বা লিখে দিলে সেটা ন্যায়ের মধ্যে পড়ে না।”
তিনি আরও বলেন,
“আমি নিজেই তো চাইনি এখানে কাজ করতে। আমাকে বলা হয়েছে, আমি এসেছি দেশের ক্রিকেটের জন্য কিছু করার মানসিকতা নিয়ে। এখানে ফেভারিটিজম করে লাভ কী? টিম তো জিতছেই না। বরং চেষ্টা করছি কীভাবে উন্নতি আনা যায়।”
সমালোচনায় বেশ সোজাসাপ্টা ও আত্মবিশ্বাসী অবস্থান নিয়েই শেষ করেন তিনি:
“আমার এখানে চাকরি করতেই হবে—এমন কোনো বিষয় নেই। আমি জানি, আমার অনেক কিছু করার আছে।”