তবে অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন তাসকিন আহমেদ। তার ভাষায়, “এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ ভাই। আমি পারিবারিক কাজে ব্যস্ত, কাউকে মারিনি। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।”
মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা রাজিব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাসকিনের বিরুদ্ধে একটি জিডি হয়েছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এদিকে বিসিবিও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “আমরা গণমাধ্যম থেকেই খবরটি জেনেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি। প্রাথমিকভাবে খোঁজ নেওয়ার পর প্রয়োজন হলে তদন্ত ও আলোচনা করব। শৃঙ্খলাভঙ্গের কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, তাসকিন বর্তমানে বিসিবির একমাত্র এ+ ক্যাটাগরির ক্রিকেটার এবং সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। এর আগেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বাস মিস করায় তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।