ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট

টেস্টই শ্রেষ্ঠ

ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।
ডেস্ক রিপোট
·১০:২২ পূর্বাহ্ন, ৫ আগস্ট, ২০২৫ ·মাত্র মিনিট
টেস্টই শ্রেষ্ঠ

ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ যেন এই দাবির বাস্তব প্রমাণ। প্রতিটি ম্যাচই গড়িয়েছে পঞ্চম দিনে। অনেকগুলো ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে শেষ ঘণ্টায়। চারদিনে টেস্ট শেষ করার যে আলোচনা চলে, এই সিরিজ যেন তার জবাবে বলা এক দৃপ্ত ‘না’। এই সিরিজ টেস্ট ক্রিকেটের কোনো শেষযাত্রা নয়, বরং এক দীপ্ত প্রত্যাবর্তন। ২০০৫ সালের অ্যাশেজের পর এতো নাটকীয়তা, প্রতিদ্বন্দ্বিতা ও গল্পে ভরপুর সিরিজ আর দেখা যায়নি।

রমরমা টি-টোয়েন্টির যুগে যখন টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা উচ্চারিত হয়, তখন সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রার কণ্ঠে ভরসার বাণী—“আমি কিছুটা চিন্তিত ছিলাম টেস্ট ক্রিকেট নিয়ে। তবে ভারত-অস্ট্রেলিয়া আর ভারত-ইংল্যান্ড সিরিজ দেখে বলতে পারি, টেস্ট ক্রিকেট বেঁচে আছে এবং ভালোভাবেই আছে।”

ওভালের শেষ দিনে খেলাই ছিল কম, তবু গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ৩৫ রান লাগবে ইংল্যান্ডের, ভারতের লাগবে ৪ উইকেট—এই রোমাঞ্চ মিস করতে চাননি কেউ। বিগত ৬ সপ্তাহ, ২৪ দিন, ৭২ সেশনের টানটান উত্তেজনা দর্শকদের এই শ্বাসরুদ্ধকর মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। ব্যাটে-বলে চোখ ধাঁধানো সব কীর্তি, চোট পেয়ে লড়াই চালিয়ে যাওয়া, কোণঠাসা হয়েও হাল না ছাড়া—এই সব কিছুই ছিল এই সিরিজে।

একজন বাঙালি সাহিত্যিক একবার টেস্ট ক্রিকেটকে তুলনা করেছিলেন মানবজীবনের সঙ্গে। যেখানে আছে উত্থান-পতন, ব্যর্থতা, আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ। টেস্ট ক্রিকেট যেন ধ্রুপদী সঙ্গীত, যার রস বুঝতে পারলে জীবনের গভীর অনুভবও ছুঁয়ে যায় মনকে। এমন এক অনুভব মানুষকে জীবিত থাকাকেও সার্থক করে তোলে।

বাণিজ্যিকভাবেও এই ফরম্যাট সবচেয়ে সম্ভাবনাময়। পাঁচ দিনজুড়ে খেলা মানেই অনেক বেশি বিজ্ঞাপনের সুযোগ, কিন্তু এই সম্ভাবনা ফুটে ওঠে তখনই যখন ম্যাচে থাকে প্রতিদ্বন্দ্বিতা ও গুণমান—যেমনটা দেখা যায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।

আজকাল প্রতিটি কোণে টি-টোয়েন্টির দাপট—বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, বিশ্বকাপ, ব্যস্ত ক্যালেন্ডার। তবু মনে গেঁথে থাকে কোন ছবি? বেশিরভাগ সময়ই সেটা হয় শেষ সেশনের উত্তেজনায় ভরপুর কোনো টেস্ট ম্যাচ। হেডিংলি, ওভালের মতো মুহূর্তগুলো মনে থাকে চিরদিন।

সিরাজ বা প্রসিধ কৃষ্ণ—যারা আইপিএলে অনেক কীর্তি গড়েছেন, তাঁদের ক্যারিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকবে সেই ওভালের সকাল। যেখানে তাঁরা সাদা পোশাকে, লাল বল হাতে বোলিং করেছেন দারুণ ছন্দে।

আর তাই আইপিএল জেতার পর বিরাট কোহলির সেই উক্তি হয়তো এই টেস্ট সিরিজের সেরা সংজ্ঞা, “আমার খেলোয়াড়ি জীবনের সেরা মুহূর্তগুলোর একটি হলেও, টেস্ট ক্রিকেটের মর্যাদার কাছে এটি এখনো পাঁচ ধাপ নিচে। আমি তরুণদের বলি—টেস্টকে সম্মান করো। যখন আপনি টেস্টে ভালো খেলবেন, তখন দুনিয়ার যেকোনো প্রান্তে মানুষ আপনাকে সম্মান করবে।”

এই সিরিজ শুধু ভারত-ইংল্যান্ড নয়, এটি টেস্ট ক্রিকেটের নিজস্ব বিজ্ঞাপন। এটি একটি ফরম্যাটের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং জয়গান।

সম্পর্কিত পোস্ট

আট দল, ২০ দিন, ১৯ ম্যাচ—এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু মঙ্গলবার

আট দল, ২০ দিন, ১৯ ম্যাচ—এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু মঙ্গলবার

দুই বছর পর ফের জমে উঠছে এশিয়ার ক্রিকেট উৎসব—এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবু ধাবির মাঠে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে শ্রেষ্ঠত্বের এই লড়াই, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরটি হবে সম্পূর্ণ টি-টোয়েন্টি ফরম্যাটে, সামনে থাকা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে।

🟢 ১ দিন আগে
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা-আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা-আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। নভেম্বর মাসে নিজেদের মাঠে আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। রোববার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আসন্ন সিরিজটি দলগুলোর জন্য হবে বিশ্বকাপ-পূর্ব মহড়া।

🟢 ২ দিন আগে
বোলিং পরীক্ষায় উত্তীর্ণ প্রোটিয়া স্পিনার

বোলিং পরীক্ষায় উত্তীর্ণ প্রোটিয়া স্পিনার

অবশেষে বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো বাঁধা রইল না প্রেনেলান সুব্রায়েনের সামনে। আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র দিয়েছেন আইসিসি।

🟢 ২ দিন আগে
টানা তিন সিরিজ জিতে এবার এশিয়া কাপে চ্যালেঞ্জ লাল-সবুজের

টানা তিন সিরিজ জিতে এবার এশিয়া কাপে চ্যালেঞ্জ লাল-সবুজের

এশিয়া কাপে ফাইনালে উঠেছে তিনবার, কিন্তু কখনোই ট্রফি হাতে ওঠেনি। সেই অপূর্ণ স্বপ্ন পূরণেই এবার নামছে বাংলাদেশ। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লিটন কুমার দাস। সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেওয়ার আগে সমর্থকদের কাছে আশীর্বাদ চেয়ে জানালেন স্পষ্ট বার্তা—“চূড়ান্ত লক্ষ্য ট্রফি জয়।”

🟢 ২ দিন আগে
হারমান ভাইদের ঝড়ো ব্যাটিং—তিন ম্যাচে ৪ সেঞ্চুরি!

হারমান ভাইদের ঝড়ো ব্যাটিং—তিন ম্যাচে ৪ সেঞ্চুরি!

ক্রিকেট বিশ্বে একসঙ্গে দুই ভাইয়ের খেলার দৃশ্য নতুন নয়, তবে দক্ষিণ আফ্রিকার রুবিন হারমান ও জর্ডান হারমান নিজেদের ব্যাটে এনেছেন অন্য মাত্রা। নিউ জিল্যান্ড ‘এ’-র বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে দুজন মিলে হাঁকালেন চারটি সেঞ্চুরি, হয়ে উঠলেন সিরিজজয়ের নায়ক।

🟢 ৫ দিন আগে
বৃষ্টি-বিদ্যুৎ বিভ্রাটে শেষ ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টি-বিদ্যুৎ বিভ্রাটে শেষ ম্যাচ পরিত্যক্ত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একের পর এক বাধায় পরিত্যক্ত হলো বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। শুরুতে বিদ্যুৎ বিভ্রাট, এরপর বৃষ্টি—মাঝে খেলা এগোলেও শেষ পর্যন্ত আর মাঠে ফেরা সম্ভব হয়নি। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।

🟢 ৬ দিন আগে
পাকিস্তানকে ১৮ রানে হারাল আফগানিস্তান

পাকিস্তানকে ১৮ রানে হারাল আফগানিস্তান

শারজাহর মাঠে আফগানিস্তান আবারও প্রমাণ করল তারা টি-টোয়েন্টিতে কতটা ভয়ঙ্কর। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে শুরু করা দলটি ফিরতি লড়াইয়ে দারুণ প্রতিশোধ নিল। ব্যাট হাতে ইব্রাহিম জাদরান (৬৫) ও সেদিকউল্লাহ আতাল (৬৪) গড়ে তুললেন ১১৩ রানের জুটি, আর বল হাতে ঝলক দেখালেন ফারুকি, মোহাম্মদ নবি ও রাশিদ খান। তাদের সম্মিলিত নৈপুণ্যে আফগানিস্তান পেল ১৮ রানের দাপুটে জয়।

🟢 ৬ দিন আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পাওয়ার হিটার আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পাওয়ার হিটার আসিফ আলি

পাওয়ার হিটারের খ্যাতি নিয়েই পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন আসিফ আলি। অনুশীলনে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা হাঁকানোর কথা বলে একসময় আলোচনায় এসেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সেই ছক্কার ঝড় খুব একটা দেখা যায়নি। এবার সেই ব্যাটার জানালেন বিদায়ের বার্তা।

🟢 ৭ দিন আগে