জয়পুরে আইপিএলের ম্যাচে গুজরাটের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান বাঁহাতি ওপেনার। ইনিংস শেষে তার নামের পাশে ছিল ৩৮ বলে ১০১ রান, যেখানে ছিল ৭টি চার ও ১১টি ছক্কা। প্রসিধ কৃষ্ণার ইয়র্কারে বোল্ড হওয়ার আগে দুর্দান্ত এক ইনিংস খেলেন এই তরুণ।
এর আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল ভারতের বিজয় জোলের (১৮ বছর ১১৮ দিন)। তালিকায় এরপর আছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন (১৮ বছর ১৭৯ দিন) এবং ফ্রান্সের গুস্তাভ ম্যাককেয়ন (১৮ বছর ১৮৭ দিন)। আন্তর্জাতিক পর্যায়ে অবশ্য সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ম্যাককেয়নই।
আইপিএলে এটি বৈভবের মাত্র তৃতীয় ম্যাচ। আর এই ম্যাচেই তিনি হয়ে গেলেন টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। তার চেয়ে কম বলে সেঞ্চুরি আছে কেবল ক্রিস গেইলের (৩০ বলে)।
এর আগে দুই ম্যাচে ঝড়ো শুরু করলেও বড় রান পাননি বৈভব। কিন্তু এই ম্যাচে ১৭ বলে ফিফটি করে চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতক করার রেকর্ডও গড়েছেন তিনি।
মাত্র ১৩ বছর বয়সে নিলামে দল পাওয়া এই বিস্ময় প্রতিভা আজ ক্রিকেটের রেকর্ড বইয়ে নিজের নাম তুললেন অনন্য উচ্চতায়।