এই ম্যাচগুলো ২০২৭ সালের এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ রয়েছে ১৮৩তম অবস্থানে এবং নেপাল আছে ১৭৫ নম্বরে। দুই দশকে দক্ষিণ এশিয়ার এই দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে ৫ ম্যাচ জিতে এগিয়ে রয়েছে নেপাল, বাংলাদেশ জিতেছে ৪টি এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ বর্তমানে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে খেলছে। দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। প্রথম ম্যাচে ভারতের মাঠে গোলশূন্য ড্র করলেও, জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা। আগামী ৯ অক্টোবর ঢাকায় নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল।
অন্যদিকে নেপাল রয়েছে ‘এফ’ গ্রুপে। দুই ম্যাচ খেলে তারা এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। তাদের পরবর্তী ম্যাচ ৯ অক্টোবর, ভিয়েতনামের বিপক্ষে, প্রতিপক্ষের মাটিতে।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে একটি ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষমেশ নেপালের বিপক্ষেই ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফলে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও শমিত সোমদের জন্য এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ।