রোববার ঢাকায় রুদ্ধশ্বাস লড়াইয়ে নেপালকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল নেপাল। কিন্তু অতিরিক্ত সময়ে তৃষ্ণার গোলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে গোল করেন সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা এবং শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা তৃষ্ণা রানী সরকার। নেপালের হয়ে স্কোরশিটে নাম তোলেন আনিশা রাই ও মিনা দেউবা।
ম্যাচে উত্তেজনার পারদ চড়ে ৫৬তম মিনিটে। এক ফাউলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সরাসরি লাল কার্ড দেখেন বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রাই। ১০ জন করে খেলা চালাতে হয় দুই দলকে।
বাংলাদেশ এগিয়ে যায় ১৪ মিনিটেই। সাগরিকার অ্যাসিস্টে শিখা নিখুঁত ফিনিশে জালে বল জড়ান। এরপর ৩৬তম মিনিটে সাগরিকা নিজেই গোল করে ব্যবধান বাড়ান। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে আনিশা রাই একটি গোল করে ব্যবধান কমান। ৮৬তম মিনিটে মিনা দেউবার গোল নেপালকে সমতায় ফিরিয়ে আনে।
তখনই দৃশ্যপটে হাজির তৃষ্ণা। অতিরিক্ত সময়ে উমেহলা মারমার ডানপ্রান্ত থেকে দারুণ এক ক্রসে ডি-বক্সে ছুটে এসে নিখুঁত টোকায় গোল করেন তিনি। সময় ছিল ১১১ মিনিট! জয় নিশ্চিত হতেই মাঠে বাঁধভাঙা উচ্ছ্বাস।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। সমান পয়েন্টে ভুটান গোল পার্থক্যে তিনে। এখনো পয়েন্টশূন্য শ্রীলঙ্কা রয়েছে তলানিতে।