এদিকে শিরোপার পাশাপাশি ব্রাজিল নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও। ম্যাচে জোড়া গোল করে নজর কেড়েছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস, যিনি এবারই প্রথম কোপা আমেরিকার ফাইনাল খেলতে যাচ্ছেন। ম্যাচের ১১ মিনিটেই মার্তার দুর্দান্ত ক্রসে হেড করে প্রথম গোল করেন গুতিয়েরেস। এরপর ১৩ মিনিটে গারবেলিনি ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে মার্তা পেনাল্টি থেকে গোল করলে স্কোরলাইন হয় ৩-০। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে আত্মঘাতী এক গোলে ব্যবধান কমায়, কিন্তু এরপর গুতিয়েরেসের ফ্রি-কিক এবং ডুডিনহার শেষ মুহূর্তের গোলে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল।
এই জয়ের ফলে আবারও ফাইনালে দেখা হবে ব্রাজিল ও কলম্বিয়ার। দুই দলের সর্বশেষ ফাইনালে জয় এসেছিল ব্রাজিলের হাতে। তবে এবার কলম্বিয়া চাইবে পুরোনো সেই হারের প্রতিশোধ নিতে এবং ইতিহাস গড়তে। অন্যদিকে ব্রাজিল লক্ষ্য করবে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার।