বার্সেলোনার কোচ হিসেবে তার সময়টিকে অনেকেই ক্লাবের সেরা সময় মনে করেন। এক মৌসুমে ছয়টি শিরোপা, তিকি-তাকা ফুটবলের শৈল্পিক রূপ — এসবই গার্দিওলার নিখুঁত পরিকল্পনার ফল। তাই তার এই বিদায়ঘোষণা বার্সা ভক্তদের জন্য নিঃসন্দেহে আবেগঘন।
ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে নিজের ভবিষ্যত নিয়েও গার্দিওলা পরিষ্কার। জানালেন, সিটির সঙ্গে অধ্যায় শেষ হলে অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্রামে যাবেন, সেটা এক বছর বা দশ বছরও হতে পারে। তার ভাষায়, "যেদিন মনে হবে আর পারছি না, সেদিনই থেমে যাব। পরে ফিরব কি না, সেটা সময় বলবে।"
কোচিংয়ের চাপ নিয়েও খোলামেলা কথা বলেছেন গার্দিওলা। প্রতি তিন দিন পর পর একাদশ তৈরি করতে গিয়ে ১১ জনকে না বলতে হয়, যা একজন কোচের জন্য মানসিকভাবে কঠিন। "যাদের দলে রাখি না, তারা ভাবে আমি ওদের ভালোবাসি না। অথচ বাস্তবে ওদের জন্যই বেশি কষ্ট পাই," বলেন তিনি।
এ ছাড়া বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে আশাবাদী গার্দিওলা, তবে এখনই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা না করতেই বলেন, "তুলনাটা বড় বিষয়, কিন্তু ক্যারিয়ার গড়ে তুলতে দিতে হবে। আমরা ১৫ বছর পর বিচার করতে পারি, সে কেমন খেলোয়াড়।"