আলজেরিয়ার শীর্ষ ফুটবল ক্লাব এমসি আলজের-এর লিগ শিরোপা উদযাপন মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। স্টেডিয়ামে গ্যালারি থেকে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে এখন চার জন।
ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ বিবৃতিতে জানানো হয়, ২১ জুন স্টেডিয়ামে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আরেক সমর্থক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চার জনে।
দুর্ঘটনার সময়কাল ও পরবর্তী তথ্য:
এমসি আলজের আলজেরিয়ার অন্যতম জনপ্রিয় ক্লাব। তাদের শিরোপা জয়ে হাজারো সমর্থক গ্যালারিতে ছিলেন। তবে উদযাপনের সময়েই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম জানায়, গ্যালারির নিরাপত্তা বেষ্টনী ভেঙে নিচে পড়ে যান অনেকে। এরপর থেকেই আলজেরিয়ার ক্রীড়া অবকাঠামোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এর প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে তদন্ত কমিটি গঠন করেছে। স্টেডিয়ামের নিরাপত্তা, কাঠামো ও দায়ীদের খুঁজে বের করাই এখন তাদের মূল লক্ষ্য।