বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, জাভি নিজে থেকেই ভারতীয় ফুটবল ফেডারেশনে (AIFF) জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার টেকনিক্যাল কমিটি চুক্তির আর্থিক শর্ত পূরণ করতে না পারায় তার আবেদন প্রত্যাখ্যান করে। খবরটি প্রথম প্রকাশ করে টাইমস অফ ইন্ডিয়া।
AIFF-এর টেকনিক্যাল কমিটি প্রায় ১৭০টি আবেদন খতিয়ে দেখে মাত্র তিনজনকে শর্টলিস্ট করেছে—ভারতের খালিদ জামিল, ইংল্যান্ডের স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান টারকোভিচ। কিন্তু জাভির মতো উচ্চ মানের কোচ, যিনি বার্সেলোনা এবং কাতারের আল-সাদে দায়িত্ব পালন করেছেন, তাকেও আর্থিক সীমাবদ্ধতার কারণে ফিরিয়ে দিতে হলো।
২০২১ সালে বার্সেলোনার দায়িত্ব নিয়ে লা লিগা শিরোপা এনে দিয়েছিলেন জাভি। তবে ট্রফিহীন ২০২৩-২৪ মৌসুমের পর বার্সা তাকে বরখাস্ত করে। কোচ হিসেবে তার অভিজ্ঞতা, ইউরোপীয় ফুটবলের জ্ঞান এবং কৌশলগত মেধা ভারতের মতো দলের জন্য এক বড় সম্পদ হতে পারত।
এই সিদ্ধান্তে যেমন ভারতীয় ফুটবলপ্রেমীরা হতাশ, তেমনি প্রশ্ন উঠছে—দেশের ফুটবলে উন্নয়নের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন আর্থিক দৈন্যতা?